নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২১
১১:৩৮ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২১
০৭:৪৮ পূর্বাহ্ন
ফেসবুক লাইভে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে এবার সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের হয়েছে।
আজ সোমবার (১৯ এপ্রিল) বিকেলে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় মামলাটি (মামলা নম্বর-৬০) দায়ের করেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা কিশোয়ার জাহান সৌরভ।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ।
তিনি জানান, নূরুল হক নূরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে সৌরভ নামে একজন মামলা দায়ের করেছেন। গতকাল সোমবার সন্ধ্যায় মামলাটি দায়ের করা হয়েছে।
এই বিষয়ে ছাত্রলীগ নেতা সৌরভ বলেন, ‘প্রকৃত কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না’ বলে ফেসবুক লাইভে এসে নুরুল হক নূর মন্তব্য করেছেন। যা ধর্মপ্রাণ মুসলমানদের মনে আঘাত করেছে। নুরুল হক নূর ডাকসুর নির্বাচিত ভিপি। তার কাছ থেকে দেশের ছাত্র সমাজ এমন মন্তব্য কখনও আশা করে না। তাই আমরা যারা ছাত্রলীগের রাজনীতি করি, তারা মনে করি এই ঘটনায় তাকে আইনের আওতায় আনা হোক।
আরসি/এএফ-০২