নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৯, ২০২১
০৮:৩৬ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৯, ২০২১
১০:১৪ অপরাহ্ন
করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ প্রতিরোধে সিলেট নগরের বিভিন্ন পয়েন্টে বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়েছে পুলিশ। এতে করে নগরের প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা কমেছে। কিন্তু ব্যারিকেড থাকা স্বত্বেও যানবাহন চলাচল থেমে নেই। তবে নগরের বিভিন্ন পয়েন্টে কড়া পাহারায় রয়েছে পুলিশ।
আজ সোমবার (১৯ এপ্রিল) নগরের বন্দরবাজার, আম্বরখানা, ক্বীনব্রীজের মুখ, লামাবাজার ঘুরে দেখা যায়, এসব পয়েন্ট বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে রেখেছে পুলিশ। এতে করে রিকশা-প্রাইভেট গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়েছে। এসময় ব্যারিকেডের পাশে পুলিশের উপস্থিতি থাকতে দেখা যায়।
বাড়ি থেকে বের হওয়া মানুষ জনের মুভমেন্ট পাস আছে কি তা চেক করছে পুলিশ। যাদের পাস নেই তাদের অনেককেই বাসায় ফেরত পাঠানো হচ্ছে। আবার অনেকেই এসময় যানবাহন থেকে নেমে হেটে গন্তব্যের দিকে রওয়ানা হতে দেখা যায়। তবে কিছু জায়গায় ব্যারিকেড থাকা স্বত্বেও যানবাহন চলাচল করছে। কয়েকটি পয়েন্টে ব্যারিকেডে বাঁশ সরিয়েও যান চলাচল করতে দেখা গেছে।
ব্যারিকেডের কারণে নগরের প্রধান সড়কগুলোতে আজ যানচলাচল কম। তবে নগরের অলি গলিতে যানবাহনের চাপ বেড়েছে। এছাড়া অনেক মানুষকে পায়ে হেটে নিজ গন্তব্য পৌঁছাতে দেখা যায়৷
নগরের বন্দরবাজার এলাকায় রিকশা থেকে নেমে হেটে নিজ বাসায় যাচ্ছিলেন রফিক মিয়া। এসময় তিনি সিলেট মিররকে বলেন, 'ব্যাংকের কাজে সকালে লালদিঘির পাড় আসছিলাম। তবে বন্দর বাজারে পুলিশ রিকশা আটকে দিচ্ছে। তাই হেটেই বাসার দিকে রওয়ানা দিচ্ছি।
এ বিষয়ে মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, 'ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এসব ব্যারিকেড দেওয়া হয়েছে। যাতে প্রধান সড়কগুলোতে যানচলাচল নিয়ন্ত্রণ করা যায়৷ সাধারণ দুপুরের দিকে যানচলাচল বাড়ে, তাই যখন রাস্তায় মানুষের উপস্থিতি কমে যাবে তখন এই ব্যারিকেড তুলে দেওয়া হবে।'
এনএইচ/আরসি-১০