শামসুদ্দিনে করোনাক্রান্ত আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৯, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৯, ২০২১
০৩:০৫ পূর্বাহ্ন



শামসুদ্দিনে করোনাক্রান্ত আরও একজনের মৃত্যু

 

সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন মারা গেছেন। 

রবিবার (১৮ এপ্রিল) বিকেল সোয়া ৫টার দিকে করোনাক্রান্ত ৫০ বছরের ওই পুরুষ মারা যান। তিনি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। 

রবিবার রাতে সিলেট মিররকে এ তথ্য নিশ্চিত করেছেন শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. চয়ন রায়।

তিনি জানান, মারা যাওয়া ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল থেকে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার বিকেল সোয়া ৫টার দিকে তিনি মারা যান।

বিএ-০৯