কোম্পানীগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৭, ২০২১
০৩:৩৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৩:৩৭ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে শ্রমিক নিহতের ঘটনায় মামলা

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ বাংকার রোপওয়ে এলাকায় অবৈধভাবে চিপ পাথর উত্তোলনের সময় ঝড়ের কবলে পড়ে জহির আলম নামের এক শ্রমিক নিহতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আসামি করে মামলা রুজু করেছে কোম্পানীগঞ্জ থানার পুলিশ।

নিহত শ্রমিক জহিরের মায়ের অভিযোগের ভিত্তিতে অবৈধভাবে পাথর উত্তোলনে শ্রমিকদের উৎসাহিত করায় রাসেল, কেফায়েত উল্লাহ ও শাহাবুদ্দিনের নাম উল্লেখ করে আরও ৫/৬ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করেছে পুলিশ।

গতকাল বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোরে পাথর উত্তোলনের কাজে নিয়োজিত থাকা অবস্থায় ঝড়ের কবলে পড়ে পাথর শ্রমিক জহির আলমের (২০) মৃত্যু হয়। তার গ্রামের বাড়ি সিলেটের জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামে।

 

এমকে/আরআর-০৫