কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৩:৩২ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের দায়ের কোপে দুই ভাই আহত হয়েছেন। শুক্রবার (১৬ এপ্রিল) এ হামলার ঘটনা ঘটেছে।
আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। কোম্পানীগঞ্জ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহতরা বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা যায়, কালীবাড়ি গ্রামের আব্দুল মুতলিবের ছেলে আব্দুর রহিমের বাঁশ বাগান থেকে প্রতিবেশী আব্দুল হান্নান ও তার ভাইয়েরা জোরপূর্বক বাঁশ কাটতে গেলে ঘটনার সূত্রপাত হয়। আব্দুল রহিম তাদের বাধা দিলে আব্দুল হান্নান এবং তার ছেলে ও ভাইয়েরা হামলা চালিয়ে আব্দুর রহিম ও তার ভাই আব্দুস সালামকে গুরুতর জখম করেন। আব্দুর রহিমের পেটের ডান দিকে দা দিয়ে কোপ দিলে পেট ছিদ্র হয়ে ভুঁড়ি বেরিয়ে যায়। আহতাবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
কোম্পানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মুজিবুর রহমান চৌধুরী বলেন, 'ঘটনার খবর পেয়ে কালীবাড়ি গ্রামে গিয়ে হামলাকারীদের গ্রেপ্তারের চেষ্টা করলেও তাদের পাওয়া যায়নি। শিগগির অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে। এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ দিলে মামলা নেওয়া হবে।'
এমকে/আরআর-০৪