নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৭, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৭, ২০২১
০৩:২৮ পূর্বাহ্ন
সিলেটে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার দুপুরে শহরতলীর শাহপরাণ (রহ.) থানাধীন খাদিমপাড়াস্থ মেহেদী নির্মাণ শাটারিং অ্যান্ড ওয়ার্কশপের সামনে থেকে ৩৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবক আহাদ আহমদ নাহেদ (২৮) নগরের রায়নগর এলাকার মৃত আব্দুল হাই-এর ছেলে।
আহাদ আহমদ নাহেদের বিরুদ্ধে সিলেট কোতোয়ালী থানায় আরও ১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।