কানাইঘাট প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২১
০৩:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২১
০৩:৫৯ পূর্বাহ্ন
লকডাউনের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সিলেটের কানাইঘাটে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে ও ভোক্তা অধিকার আইনে ১৪ জন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৬ হাজার ৭০০ টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পুলিশকে সঙ্গে নিয়ে পৃথকভাবে কানাইঘাট বাজার, গাছবাড়ী বাজার, সড়কের বাজারসহ বিভিন্ন হাট-বাজার পরিদর্শন করেন। এ সময় লকডাউন অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার অপরাধে নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জী ৮ জন ব্যবসায়ীকে ১৩ হাজার ৯০০ টাকা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা সুলতানা সড়কের বাজারে একই অপরাধে ও ভোক্তা অধিকার আইনে ৬ জন ব্যবসায়ীকে ১২ হাজার ৮০০ টাকা নগদ জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম পিপিএমসহ পুলিশ সদস্যরা।
তবে লকডাউনের দ্বিতীয় দিন বিচ্ছিন্নভাবে অটোরিকশাসহ ছোটখাটো যানবাহন চলাচল করতে দেখা গেছে।
এমআর/আরআর-০৬