নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২১
০৩:০৯ পূর্বাহ্ন
সিলেটের জকিগঞ্জের বারঠাকুরী ইউনিয়নের উত্তরকূল গ্রামের ফয়েজ আহম্মদের (৫৫) বাড়ি থেকে সাড়ে পাঁচ'শ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ ফয়েজকে আটক করে। ফয়েজ উত্তরকূল গ্রামের মৃত মছব্বির মিয়ার ছেলে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ১ লাখ ৬৫ হাজার টাকা বলে জানায় পুলিশ।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে ফয়েজকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে পুলিশ। এরআগে বুধবার (১৪ এপ্রিল) দিবাগত রাতে জেলা গোয়েন্দা শাখা (উত্তর) ওসি সাইফুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর ও মিডিয়া) মো: লুৎফর রহমান।
তিনি জানান, চলমান লকডাউন কার্যকরে পুলিশের ব্যস্ততার মাঝেও মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে সাড়ে ৫শত পিস ইয়াবাসহ ফয়েজ আহম্মদের (৫৫) গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় পুলিশ মাদক আইনে মামলা দায়ের করে।
বিএ-১০