কোম্পানীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৬, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২১
০২:৫৮ পূর্বাহ্ন
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার বাঙ্কার এলাকায় পাথর তোলার সময় এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকের নাম জহির আলম (২০)। তিনি সিলেট সদর উপজেলার নোয়াগাঁও এলাকার মৃত্যু ইউনুস আলীর পুত্র বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ এপ্রিল) ভোরে ধলাই নদীর মাঝখানে বাঙ্কার এলাকায় স্থানীয় শাহাব উদ্দিনের নিয়ন্ত্রিত কোয়ারি এলাকায় পাথর তোলার সময় ঝড়ের কবলে নৌকা থেকে পড়ে যান জহির। এ সময় নৌকা নিচে চাপা পড়ে তার মৃত্যু হয়। পরে সকাল ১০টার দিকে বিজিবি তার লাশ উদ্ধার করে।
এদিকে শ্রমিক জহিরের মৃত্যুর বিষয়টি নিয়ে সকাল থেকে শুরু হয়েছে প্রশাসনের লুকোচুরি। বিজিবি বলছে সকালে লাশ উদ্ধার করে দুপুর ১২টার দিকে তারা পুলিশের কাছে হস্তান্তর করেছে। আর দিনের শুরুতে পুলিশ এমন মৃত্যুর কোনো খবর জানে না বলে জানালেও এখন বলছে লাশ তারাই উদ্ধার করেছে।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ সীমান্তের কালাছাতক বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জাহাঙ্গীর আলম বলেন, 'লাশ উদ্ধার করে আমরা দুপুর ১২টার দিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশের কাছে হস্তান্তর করেছি।'
এর আগে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগ করলে এমন কোনো তথ্য তার জানা নেই বলে জানান। পরে বিজিবি মৃত্যুর খবর নিশ্চিত করলে থানা পুলিশের পক্ষ থেকেও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ওসি।
তবে বিজিবির কাছ থেকে লাশ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম। তিনি বলেন, 'ঘটনাটি বাঙ্কার এলাকায় নয়, দয়ারবাজার এলাকায় ঘটেছে। শ্রমিকরা বাঙ্কার থেকে চিপ পাথর তুলে নিয়ে যাওয়ার পথে ঝড়ের কবলে নৌকা উল্টে গেলে তার মৃত্যু হয়। পরে তারা লাশ নিয়ে যেতে চাইলে আমরা রাস্তা থেকে লাশ থানায় নিয়ে এসেছি। আমাদের কাছে কেউ লাশ হস্তান্তর করেনি।'
এমকে/আরআর-০২