নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৬, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৬, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
সিলেটের বিমানবন্দর থানা এলাকা থেকে ৪ জুয়াড়িকে আটক কেরছে পুলিশ। বুধবার (১৪ এপ্রিল) দিবাগত রাত পৌণে ২টার দিকে বিমানবন্দর থানাধীন পীরেরগাঁওয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
সূত্র জানায়, আটককৃতরা হলেন- বিমানবন্দর থানাধীন পীরেরগাঁও মধুটিলার আবদুল হাশিমের ছেলে কুতুব উদ্দিন (৫০), ছালিয়ার মৃত আবদুল মজিদের ছেলে আলী হোসেন (৩৩), পীরেরগাঁও’র মৃত নবী হোসেনের ছেলে আফরোজ মিয়া ও একই গ্রামের মৃত মমরোজ আলীর ছেলে আবু বক্কর (৪৫)।
পুলিশ জানায়, পীরেরগাঁওস্থ আফরোজ মিয়ার ভূষিমালের দোকানের ভেতর জুয়াড়িরা আসর বসিয়ে জুয়া খেলছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। তাদের কাছ থেকে তিন সেট তাস ও নগদ ৯৪০ টাকা উদ্ধার করা হয়।
বিএ-০৯