কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কোম্পানীগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৫, ২০২১
০৬:৪৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৫, ২০২১
০৬:৪৫ পূর্বাহ্ন



কোম্পানীগঞ্জে ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ী আটক

সিলেটর কোম্পানীগঞ্জের ধলাই নদীর ইসলামপুর অংশ থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১৮০ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন কোম্পানীগঞ্জ উপজেলার উত্তর রাজনগর গ্রামের ইউনুছ আলীর ছেলে আলী হোসেন (২৩) ও মেঘারগাও গ্রামের মঈন উদ্দিনের ছেলে ইমরান আহমদ (২৪)।

বুধবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১০টায় কোম্পানীগঞ্জ থানার সাব ইন্সপেক্টর সায়েম আহমদ চৌধুরী ও শফিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে। 

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্শকর্তা কেএম নজরুল বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধারকৃত মদ মামলার আলামত হিসেবে জব্দ করে আসামীদের আদালতে প্রেরণ করা হবে।

কেএ/বিএ-০৪