নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৫, ২০২১
১২:৪৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৫, ২০২১
০২:১৯ পূর্বাহ্ন
করোনার দ্বিতীয় ঠেউ ঠেকাতে সারাদেশে ৭ দিনের কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। আজ বুধবার সকাল থেকেই নগর ছিল প্রায় জনশূন্য। তবে এর মধ্যেই জমায়েত করে ইফতার বিতরণ করেছেন সিলেট সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ ।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেলে পবিত্র মাহে রমজান উপলক্ষে নয়াসড়ক ক্রীড়া সংস্থার উদ্যোগে পথচারীদের মধ্যে ইফতার বিতরণ করা হয়৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিকের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ।
এসময় ইফতার নিতে ভিড় করেন অনেক মানুষ৷ শারীরিক দুরত্ব তো দূরের কথা অনেকের মুখেই ছিল না মাস্ক। অনেকের আবার মুখের মাস্ক ছিল থুতনিতে।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফরহাদ সিলেট মিররকে বলেন, 'এভাবে রাস্তায় জমায়েত করে ইফতার বিতরণ করার কোনো নিয়ম নেই। কেউ ইফতার বিতরণ করতে চাইলে বাসায় বাসায় গিয়ে ইফতার পৌঁছে দিতে হবে।'
আর ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মুহিত জাবেদ ভবিষ্যতে এসব বিষয়ে খেয়াল রাখবেন জানিয়ে সিলেট মিররকে বলেন, 'সংগঠনটি হঠাৎ করেই বিষয়টি আমায় জানায়৷ তবে ৫ মিনিটের মধ্যেই বিতরণ কার্যক্রম শেষ হয়ে যায়৷ '
এনএইচ/আরসি-১৬