নাবিল হোসেন
এপ্রিল ১৪, ২০২১
০৭:০১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০৭:৪২ অপরাহ্ন
মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে আজ ভোর থেকে শুরু হওয়া লকডাউনে সিলেটের রাস্তায় মানুষের উপস্থিত নেই বললেই চলে। রাস্তায় বিচ্ছিন্নভাবে কিছু সংখ্যক রিকশা ও মোটরসাইলেক দেখা গেলেও সিএনজিচালিত অটোরিকশা কিংবা প্রাইভেট কারের উপস্থিতি নেই। নগরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশকে কড়া অবস্থানে থাকতে দেখা গেছে
আজ বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকে নগরের জিন্দাবাজার, বন্দরবাজার, কোর্ট পয়েন্ট, আম্বরখানা, চৌহাট্টা, নাইওরপুল, শিবগঞ্জসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় সব ধরনের দোকানপাট বন্ধ রয়েছে৷ রাস্তায় মানুষজন ও যানবাহনের উপস্থিতি খুব কম। কিছু সংখ্যক রিকশা ও মোটরসাইকেল রাস্তায় দেখা গেলেও প্রতিটা পয়েন্টে রয়েছে পুলিশের শক্ত অবস্থান থাকা পুলিশ তাদের গতিরোধ করতে দেখা গেছে।
দুপুর ১২ টার দিকে বন্দর বাজারে গিয়ে দেখা যায়, পুলিশ জরুরি সেবায় নিয়োজিত ছাড়া সব ধরণের যানবাহন ফিরিয়ে দিচ্ছে৷ যারাই বিভিন্ন কাজে বের হয়েছেন তাদের পুলিশি জেরার মুখে পড়তে হচ্ছে। মুভমেন্ট পাস ছাড়া কাউকেই চলাচল করতে দেওয়া হচ্ছে না।
ঘর থেকে বের হওয়া বড় অংশই নিত্য প্রয়োজনীয় জিনিস ক্রয় করতে বের হয়েছেন। নগরের আম্বরখানা এলাকায় তামজীদ হোসেন সিলেট মিররকে বলেন, 'ইফতারের জন্য বাজার করতে বের হয়েছিলাম। তবে এবারের লকডাউন বেশ কড়াকড়ি মনে হচ্ছে তাই কয়েকদিনের বাজার একসঙ্গে করে নিয়েছি। '
লকডাউনের কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসি ছাড়া বাকি সবধরণের ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসিতেও ক্রেতাদের ভিড় নেই।
এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ সিলেট মিররকে বলেন, 'নগরের সব পয়েন্টেই পুলিশের উপস্থিতি রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি মানুষজনকে ঘরে রাখতে। মুভমেন্ট পাস ও জরুরি প্রয়োজন ছাড়া যারাই বের হয়েছেন তাদের বাসায় ফিরিয়ে দেওয়া হচ্ছে।'
এএফ-০১