'কল্যাণমূলক ভূমিকা রাখছে আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট'

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০৩:১৮ পূর্বাহ্ন



'কল্যাণমূলক ভূমিকা রাখছে আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট'

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব বলেছেন, নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের সংকটকালে যারা পাশে দাঁড়ায়, তারা মানুষের হৃদয়ে স্থান করে নেয়। আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট প্রতিবছর এ ধরনের কার্যক্রম চালিয়ে আসছে। ট্রাস্টের পৃষ্ঠপোষক ব্রিস্টল সিটির সাবেক মেয়র আবুল কালাম আজাদ ও জাকির হোসেন আজাদ প্রবাসে থাকলেও নিজের জন্ম এলাকার মানুষের বিপদকালীন সময়ে সর্বদা পাশে থেকে শিক্ষা ও মানবকর্মে কল্যাণমূলক ভূমিকা রাখছে আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট।

মঙ্গলবার (১৩ মার্চ) বেলা ১১টায় সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইলে আসাব আলী ও তফুরা খানম ট্রাস্ট এর উদ্যোগে হিফজুল কুরআন একাডেমী মাদরাসা মাঠে পবিত্র মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

এ সময় তিনি বলেন, মাহে রমজানের পরে আলহাজ্ব আসাব আলী ও তফুরা খানম মাদরাসা আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে বিনা বেতনে থাকা-খাওয়ার ব্যবস্থাসহ চালু হবে।

বিশিষ্ট সমাজসেবী নজমুল ইসলাম বিলকিছের সভাপতিত্বে ও সমাজকর্মী ছাইদুল ইসলাম মাহেরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন। গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নোমান উদ্দিন মুরাদ, আওয়ামী লীগ নেতা রুহেল আহমদ রুহিন ও ইউপি সদস্য হোসাইন আহমদ। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবক জাহেদ আহমদ, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য ফারহান মাসউদ আফছর, সমাজসেবক সাজিদুর রহমান সাজিদ, ইব্রাহিম জামাল মাফি প্রমুখ।

 

এফএম/আরআর-০৮