রমজান উপলক্ষে কামরান পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২১
০৩:০৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০৩:০৪ পূর্বাহ্ন



রমজান উপলক্ষে কামরান পরিবারের খাদ্যসামগ্রী বিতরণ

পবিত্র রমজান মাস উপলক্ষে নিম্ন আয়ের মানুষের মধ্যে সাবেক মেয়র, প্রয়াত বদর উদ্দিন আহমদ কামরানের পরিবারের পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গত বছর লকডাউন চলাকালীন সময়ে নিজ বাড়ীর আঙিনায় যেখানে মানুষের মাঝে খাবার বিতরণ করেছিলেন কামরান, ঠিক একই জায়গায় মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে কামরান পরিবারের পক্ষে মহল্লার মুরুব্বি, রাজনৈতিক নেতৃবৃন্দ এ খাদ্যসামগ্রী বিতরণ করেন। 

এ সময় জনসাধারণের হাতে খাদ্যসামগ্রী তুলে দেন বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু। 

ডা. শিপলু বলেন, আমার আব্বা আমার শ্রদ্ধা, ভালবাসা ও আবেগের বিষয়। তিনি সবসময় মানুষের সুখে দুঃখে পাশে ছিলেন। জনগণের কল্যান ও সিলেটের উন্নয়নই ছিল আমার বাবার রাজনীতির উদ্দেশ্য। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ধারন করে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবিচল থেকে মানুষের জন্য নিবেদিত প্রাণ এক মানুষ ছিলেন তিনি। গত লকডাউনে সাধ্যমত মানুষের হাতে খাবার তুলে দিয়েছেন। মানুষের কল্যানে আমার বাবার কাজের ধারাবাহিকতা বজায় রাখতে পরিবারের পক্ষ থেকে আমরা খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করেছি এবং পুরো রমজান মাস জুড়ে ইফতার বিতরণ কার্যক্রম চলবে। পরিবারের পক্ষ থেকে আমরা আমার বাবার পরকালীন চিরশান্তি,  জান্নাতুল ফেরদৌস লাভের জন্য সবার কাছে দোয়া চাই।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, সিরাজুল ইসলাম শামীম, অ্যাডভোকেট বিজয় কুমার দেব, সাইফুল আলম খান কয়েছ, হাবিবুর রহমান মজনু, কামাল আহমদ, আব্দুর রহমান, মুরাদ আহমদ, অ্যাডভোকেট তারেক আহমদ, ছাত্র নেতা সুমন আহমদ, ইমরান উদ্দীন, আরাফাত আহমদ প্রমুখ।

বিএ-১০