নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১৪, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন
সিলেটের বিমানবন্দর থানার মহালদিক এলাকায় বিষপান করে নাজমিন বেগম (১৮) নামের এক তরুণী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) সিলেট মহানগর পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ এপ্রিল বেলা ৩টার দিকে বিমানবন্দর থানার মহালদিক এলাকায় আব্দুস সালামের মেয়ে নাজমিন বেগম কীটনাশক বিষ পান করেন। এসময় তার শারীরিক অবস্থা খারাপ হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টায় হাসপাতালে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করে মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বিএ-০৯