খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির দোয়া

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২১
০২:৩৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০২:৩৮ পূর্বাহ্ন



খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা বিএনপির দোয়া

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার করোনা মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে সিলেট জেলা বিএনপি। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ আসর নগরের দরগাহে হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত দোয়া মাহফিলে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

মাহফিলে খালেদা জিয়ার করোনা থেকে মুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু, আরাফাত রহমান কোকোর মাগফেরাত, করোনাক্রান্ত বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় সকল নেতাকর্মীদের সুস্থতা, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীসহ নেতাকর্মীদের সন্ধান কামনা, করোনা মহামারী থেকে সুরক্ষা এবং দেশ-জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। 

মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, ফখরুল ইসলাম ফারুক, শাহজামাল নুরুল হুদা, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ মঈনুদ্দিন সোহেল, জেলা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী, মাজহারুল ইসলাম ডালিম, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুল কাশেম ও শামীম আহমদ, জেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহাব উদ্দিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক একেএম তারেক কালাম, জেলার সাবেক দফতর সম্পাদক অ্যাডভোকেট মো. ফখরুল হক, সাবেক স্বাস্থ্য সম্পাদক আফম কামাল, সাবেক সহদপ্তর সম্পাদক আব্দুল মালেক, সাবেক সহপ্রচার সম্পাদক বুরহান উদ্দিন, জেলা বিএনপি নেতা আব্দুল লতিফ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, বিএনপি নেতা শফিকুর রহমান টুটুল, ইসলাম উদ্দিন, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ চমন, কয়েস আহমদ, সদর যুবদল নেতা সামছ উদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আফজল হোসেন, সহসাংগঠনিক সম্পাদক সানুয়ার হোসেন সজিব, এমসি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাফিজ আহমদ সুজন প্রমুখ।

বিএ-০৭