ওসমানীনগরে খাদ্যসামগ্রী বিতরণ

ওসমানীনগর প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২১
০২:০২ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০২:০২ পূর্বাহ্ন



ওসমানীনগরে খাদ্যসামগ্রী বিতরণ

করোনা মহামারির মধ্যেই আবার এসেছে পবিত্র রমজান মাস। মুসলমানদের সিয়াম সাধনার মাস রহমত, বরকত ও নাজাত নিয়ে আসে। এবার করোনা মহামারিতে সবাইকে সতর্কভাবে থাকতে হবে। জনসমাগম এড়িয়ে নামাজ, সেহেরি, ইফতার পালন ও পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। সবাই সরকারি স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা সংক্রমণ রোধ করা সম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অতীতেও যে কোনো দুর্যোগ সফলতার সঙ্গে মোকাবেলা করেছে দেশ। সবাই সতর্ক থাকলে এবারও তার সুযোগ্য নেতৃত্ব ও নির্দেশনায় দেশ করোনার প্রকোপ থেকে মুক্ত হবে ইনশাআল্লাহ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকেলে সিলেটের ওসমানীনগরের কামালপুরে উমরপুর ইউনিয়নের ২৬০টি গরিব-অসহায় পরিবারের মধ্যে করোনা সংক্রমণ পরিস্থিতি ও মাহে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সমবেত অতিথিরা উপরোক্ত কথাগুলো বলেন।

কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সদস্য মো. নুরুল ইসলাম নূর মিয়ার ব্যক্তিগত উদ্যোগে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উমরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া। ছাত্রলীগ নেতা জুবায়ের সিদ্দিকীর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান নাজলু।

বিশেষ অতিথি ছিলেন, উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান জি এম কিবরিয়া, খুজগীপুর মান উল্লাহ উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি উজ্জ্বল ধর, সাধারণ সম্পাদক শিপন আহমদ, সহ-সাধারণ সম্পাদক কবির আহমদ, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মুকিদ মিয়া, আওয়ামী লীগ নেতা কয়ছর আহমদ, মো. শামসুদ্দিন, জুয়েল আহমদ, আনর মিয়া, ইউপি সদস্য রুকন চৌধুরী, সোহেল আহমদ ও উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সুমন সূত্রধর। 

এছাড়া উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা মতিউর রহমান, রাজু আহমদ, ছালিক আহমদ, খোকন মিয়া, সাবু মিয়া, সালেহ আহমদ, ছাত্রলীগ নেতা মিজান আহমদ, কামরুল ইসলাম টিপন প্রমুখ। 

 

ইউডি/আরআর-০৬