খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে স্বেচ্ছাসেবক দলের দোয়া

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১৪, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০১:৫৩ পূর্বাহ্ন



খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেটে স্বেচ্ছাসেবক দলের দোয়া

খালেদা জিয়ার সুস্থতা কামনায় সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাদ জোহর হযরত শাহজালাল (র.) এর মাজার মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে অসুস্থ বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান ডা. এজেড এম জাহিদ হোসেন, অ্যাডভোকেট আহমদ আজম, উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, যুগ্ম মহাসচিব ও স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রুহুল কবির রিজভী, হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ড. শরিফুল ইসলাম  দুলু, যুগ্ম সম্পাদক জাকারিয়া আলম মামুন, সহসাংগঠনিক সম্পাদক বাবুল সারেংসহ অসুস্থ নেতৃবৃন্দের সুস্থতা কামনা করে মোনাজাত করা হয়। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ও সিলেট মহানগর আহবায়ক কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপির সহসভাপতি ডা. নাজমুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহসভাপতি আব্দুল আহাদ খান জামাল, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহিদ সুহেল, স্বেচ্ছাসেবক দল নেতা শাকিল মুর্শেদ, মুমিনুর রহমান তানিম, আবু আহমদ আনসারী, আফসর খান, নাজিম উদ্দিন পান্না, সালেক আহমদ, রুবেল বক্স, জাকির হুসেন, সৈয়দ আমীর আলী, ডা. শাকিল রহমান, আবুল কালাম সাহেদ, সাইফুল আলম কোরেশী, সৈয়দ আহমদ দ্বীপক, সৈয়দ রাজন, আজিজ খান সজিব, রায়হান আহমদ, সৈয়দ মিনহাজ, ফারুক আহমদ, সুয়েব আহমদ, তারেক মনোয়ার, আশিকুর রহমান আশিক প্রমুখ।

বিএ-০৪