গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

গোলাপগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১৪, ২০২১
০১:০১ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৪, ২০২১
০১:০১ পূর্বাহ্ন



গোলাপগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তির মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে পিকআপ ভ্যানের ধাক্কায় আহত আলা উদ্দিন (৫০) ৫ দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১৩ এপ্রিল) বেলা ১টা ২০ মিনিটের সময় সিলেট কমিউনিটি বেইজড হাসপাতালে তিনি মারা যান।

নিহত আলা উদ্দিনের বাড়ি উপজেলার পৌর এলাকার উত্তর ঘোষগাঁও গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে। পেশায় তিনি গাড়ির চালক ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে নিহত আলা উদ্দিনের চাচাতো ভাই সাংবাদিক শাহ আলম বলেন, চিকিৎসাধীন অবস্থায় আমার চাচাতো ভাই সিলেটের একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকাল ৮টায় সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ পৌর এলাকার কদম গাছের পাশে সিলেটগামী একটি পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন আলা উদ্দিন। স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে আইসিইউ সংকট থাকার কারণে পরে তাকে একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। ৫ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত আজ দুপুরে না ফেরার দেশে চলে গেলেন তিনি।

 

আরআর-০৫