১৪-২১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে শাবিপ্রবির অফিসিয়াল কার্যক্রম

শাবি প্রতিনিধি


এপ্রিল ১৩, ২০২১
০৯:১১ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২১
০৯:১১ অপরাহ্ন



১৪-২১ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকছে শাবিপ্রবির অফিসিয়াল কার্যক্রম

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের বিস্তার রোধে সতর্কতা ও মোকাবেলার অংশ হিসেবে আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সকল ধরনের অফিসিয়াল কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. ইশফাকুল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার প্রকোপ বাড়ায় আগামী ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ধরনের অফিসিয়াল এবং দাপ্তরিক  কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে জরুরী সেবা ও আইনশৃঙ্খলারক্ষা জনিত কার্যক্রম চালু থাকবে।

এইচ এন/বি এন-০৪