হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১৩, ২০২১
০৩:০৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১৩, ২০২১
০৩:১৩ পূর্বাহ্ন



হাজী মছব্বির আলী ফাউন্ডেশনের উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেটের জালালাবাদ থানার হাউসা গ্রামের হাজী মছব্বির আলী ফাউন্ডেশন এর উদ্যেগে পবিত্র রমজান মাস উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার (১২ এপ্রিল) জালালাবাদস্থ হাউসা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্যসামগ্রী বিতরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় তিনশতাধিক পরিবারের মধ্যে চার লাখ টাকার খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

মোহাম্মদ আলী হোসাইন সভাপতিত্বে ও মো. হেলাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সিলেট সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ ও সিলেট সিটি করপোরেশনের শিক্ষা উপদেষ্টা হায়াতুল ইসলাম আখঞ্জি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ওইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক ডা. হোসাইন আহমেদ, আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ লায়েক নূর, হাউসা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাদিরা সুলতানা, হাউসা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আক্তার হোসেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর সুয়েব আহমদ, প্রজেক্ট ম্যানেজার নুরুল আলম, অফিস অ্যাডমিনিস্ট্রেটর আবুল কালাম আজাদ, ফাউন্ডেশনের সদস্য লাকি মিয়া, সাইদুর রহমান, সাইব আহমেদ, ইমাদ উদ্দিন, খলিলুর রহমান, আব্দুর রহমান, আল আমিন, মাহফুজ আহমেদ।

অনুষ্ঠানে সংগঠনের প্রকাশনা সম্পাদক সাইদুর রহমান কোরআন তেলাওয়াত করেন।

খাদ্যসামগ্রীর মধ্যে ছিল, খাবার তেল ৩ লিটার, আলু ৪ কেজি, পিয়াজ ৪ কেজি, ছোলা ৩ কেজি, ডাল ৩ কেজি, ময়দা ২ কেজি, চিনি ২ কেজি করে। 

২০১০ সালে জালালাবাদ থানার হাউসা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী মছব্বির আলীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী এম এ খালিক মানবতার কল্যাণে গঠন করেন হাজী মছব্বির আলী ফাউন্ডেশন। এরপর থেকেই ফাউন্ডেশনের উদ্যেগে গৃহনির্মাণ, ডিপ টিবওয়েল স্থাপন, স্যানেটারি লেট্রিন স্থাপন, বিবাহ অনুদান, স্বাস্থ্য সেবায় অনুদান ও নিয়মিত খাদ্যসামগ্রী বিতরণসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।

বিএ-০৮