জকিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৩, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১৩, ২০২১
০২:৪৭ পূর্বাহ্ন
ভারতীয় তীরখেলা বন্ধ, থানা এলাকায় চুরি, ডাকাতি, মাদক চোরাচালান তৎপরতা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে জনগণের জানমালের নিরাপত্তা বিধানসহ জকিগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ভূমিকা রাখায় সিলেটের শ্রেষ্ঠ ওসির পুরস্কারে ভূষিত হলেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম।
সোমবার (১২ এপ্রিল) সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় তাকে এ পুরস্কারে ভূষিত করেন সিলেটের পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন পিপিএম।
ওসি আবুল কাসেম বলেন, সামগ্রিক বিষয় বিবেচনা করে সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম মাসিক কল্যাণ সভায় আমাকে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করেছেন। জকিগঞ্জে মাদক প্রতিরোধসহ সকল প্রকার অপরাধ দমনে আমি সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, গতবছরের ৩ আগস্ট সিলেটের জকিগঞ্জ থানায় ওসি হিসেবে যোগদানের পর থানা এলাকায় মাদক, তীরখেলা বন্ধকরণ, চুরি, ডাকাতি, নারী নির্যাতন রোধ ও ইভটিজিং রোধে ওসি আবুল কাসেমের ভূমিকা গোটা জকিগঞ্জে প্রশংসনীয় ছিল। করোনার সংক্রমণ ঠেকাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
ওএফ/আরআর-০৭