বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২১
০৯:১০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৯:১০ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় করোনার সংক্রমনের প্রথম ঢেউয়ের মতো সংক্রমনের দ্বিতীয় ঢেউও ভয়াবহ আকার ধারণ করেছে।
উপজেলাব্যাপী প্রতিদিনই করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হচ্ছেন। রবিবার রাতে এ উপজেলায় নতুন করে আরও ৪জন রোগী আক্রান্ত হয়েছেন এবং সুস্থ হয়েছে ৮ জন।
একই সময়ে ঢাকা চিকিৎসাধীন অবস্থায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি খাসাড়িপাড়া এলাকার ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক আব্দুল হান্নানের পিতা ছুরত আলী (৭৫)।
গত শুক্রবার উপজেলা ছাত্রলীগ নেতা এস চৌধুরী হিরণের মাতা সিলেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রাতে কাকরদিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্তদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন মহিলা।
একইসাথে করোনায় আক্রান্ত হয়ে সোমবার সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বিয়ানীবাজার পৌরসভার খাসাড়ীপাড়া গ্রামের সত্তোর্ধ্ব বৃদ্ধ ছুরত আলী ।
স্বাস্থ্য বিভাগের নির্ধারণ স্বেচ্ছাসেবী দলের সার্বিক সহযোগিতায় সোমবার রাতে স্বাস্থ্যবিধি মেনে তার খাসাড়ীপাড়া গ্রামের মরহুমের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হবে।
বৃদ্ধের মরদেহ ঢাকা থেকে স্বজনরা বাড়ি নিয়ে আসছেন। করোনা পজিটিভ হওয়ায় আব্দুল হান্নান পিতার জানাযা ও দাফনকার্যে উপস্থিত থাকতে পারবেন না।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, ‘করোনার সংক্রমণ বাড়ার পেছনে মানুষের উদাসীনতাই মূল কারণ। করোনার সংক্রমণরোধে পূর্বের ন্যায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।’
মানুষ দেশে করোনা শুরুর প্রথম দিকে যেভাবে স্বাস্থ্যবিধি মেনেছে, বর্তমানে সেটা মানছেন না। তাই করোনা নিয়ন্ত্রণে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিশেষ করে মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
এস এ/বি এন-০৩