শাবিপ্রবি কর্মচারী সম্পাদক সম্পাদকের মৃত্যুতে উপাচার্যের শোক

শাবিপ্রবি প্রতিনিধি


এপ্রিল ১২, ২০২১
০৮:১৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৮:১৭ অপরাহ্ন



শাবিপ্রবি কর্মচারী সম্পাদক সম্পাদকের মৃত্যুতে উপাচার্যের শোক

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

সোমবার (১২ এপ্রিল) এক শোক বার্তায় বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

শোববার্তায় উপাচার্য বলেন, শাবিপ্রবির কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। জাহাঙ্গীর আলম ছিলেন একজন অত্যন্ত সৎ,নিষ্ঠাবান,কর্মদক্ষ,পরোপকারী মানুষ। কর্মচারীদের যে কোন ন্যায্য দাবী আদায়ে তিনি ছিলেন আন্তরিক। তার নম্রতা,ভদ্রতা ও অমায়িক ব্যবহার সকল মহলে প্রশংসিত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

উল্লখ্য, জাহাঙ্গীর আলম গতকাল (১১ এপ্রিল) রাত পৌনে দশটায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরআগে গত সোমবার (৫ এপ্রিল)নিজ বাসায় হার্ট অ্যাটাক করে ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি হন তিনি। মৃত্যুকালে পরিবারে ২ ছেলে এবং ১ মেয়েসহ পরিবার পরিজন রেখে গেছেন জাহাঙ্গীর। তিনি পরপর দুইবার কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক এবং কেমিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স (সিইপি) বিভাগের সিনিয়র ল্যাব সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরসি-১৬