শাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২১
০৫:৫৯ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৬:২৯ পূর্বাহ্ন
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম আর নেই। আজ রবিবার (১১ এপ্রিল) রাত পৌনে দশটায় সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুর সংবাদটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাজাহান সিরাজ।
তিনি জানান, মো. জাহাঙ্গীর আলম গত সোমবার হার্ট অ্যাটাক করে এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজে ভর্তি হন। পরে তাকে আইসিইউতে রাখার পর আজ (রবিবার) রাত সোয়া ১০ টায় দিকে তিনি ইন্তেকাল করেন। এর আগেও তিনি ৩ বার হার্ট অ্যাটাক করেন।
জাহাঙ্গীর আলমের গ্রামের গাইবান্ধা জেলায়। মৃত্যুকালে তিনি পরিবারে ২ ছেলে এবং ১ মেয়েসহ পরিবার পরিজন রেখে গেছেন। তিনি সমিতির টানা দুইবার নির্বাচিত সাধারণ সম্পাদক।
আরসি-০৮