নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১২, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৩:৩০ পূর্বাহ্ন
সিলেটে নগরের হাউজিং এস্টেট এলাকা থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক আনোয়ার হোসেন বাদশা (২৫) সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া গ্রামের আব্দুল নূরের ছেলে।
রবিবার (১১ এপ্রিল) সকালে হাউজিং এস্টেট এক নম্বর লেনের ৩ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
পুলিশ জানায়, মারা যাওয়া যুবকের বড় ভাই সিরাজুল ইসলাম (৩৫) পুলিশকে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার রান্না ঘরের জানালার গ্রীলের সাথে ফাঁস লাগানো অবস্থায় আনোয়ার হোসেন বাদশার লাশ উদ্ধার করে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
নিহতের পরিবারের ধারণা, রবিবার আনুমানিক ভোর ৪টার দিকে আনোয়ার হোসেন বাদশা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। এ বিষয়ে অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
বিএ-১৫