সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ১২, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
০৩:১১ পূর্বাহ্ন
সিলেট মিরর ডেস্ক
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাবের উদ্যোগে ‘হাউ টু ডিজাইন ইউর ফিউচার’ বিষয়ের উপর এক ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে অনলাইনে এই সভা অনুষ্ঠিত হয়।
ভার্চুয়াল সেমিনারে বিষয়ের উপর বিশেষজ্ঞ হিসেবে বক্তব্য দেন এসিআই ফরমুলেশন লিমিটেডের হেড অব মার্কেটিং ও ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব মার্কেটিং প্রফেশনালের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ আমান উল্লাহ আমান এবং চ্যানেল ২৪’র সিনিয়র করসপন্ডেন্ট ও বাংলাদেশ অ্যাগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরামের জেনারেল সেক্রেটারি ফাইজুল সিদ্দিকী।
ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ফাতেমা রশিদ সাবার সঞ্চালনায় ভার্চুয়াল সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ’র উপাচার্য অধ্যাপক ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস।
এনইইউবি বিজনেস ক্লাব’র উপদেষ্টা ও সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান স্বাগত বক্তব্য দেন। ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক তাহারাত নেওয়াজ সেমিনারের প্রয়োজনীয়তা ও এই বিষয়ে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের সার্বিক দিক তুলে ধরেন।
প্রধান অতিথি ড. মো. ইলিয়াস উদ্দীন বিশ্বাস ভার্চুয়াল সেমিনারের উদ্বোধকের বক্তব্যে বলেন, কর্মক্ষেত্রে প্রবেশের জন্য সার্বিক জ্ঞান আহরণে এধরনের সেমিনার বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
সেমিনারে আলোচকদে জীবনের লক্ষ্য অর্জনের ক্ষেত্রে বিভিন্ন বিষয় ও করণীয় সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্যাবলী উপস্থাপন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। উক্ত ভার্চুয়াল সেমিনারে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসন বিভাগের বিপুল শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন।
নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ বিজনেস ক্লাবের সাধারণ সম্পাদক আমিনা ইসলাম মুনা ওয়েবিনারে আলোচক ও অংশগ্রহণকারী সাবইকে আন্তরিক ধন্যবাদ জানান।
আরসি-০৭