ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২১
০২:১৭ পূর্বাহ্ন



ইউনিয়ন বিএনপি নেতার মৃত্যুতে ফয়সল চৌধুরীর শোক

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির আহবায়ক নুরুল আমিন লিলন মিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।

আজ রবিবার এক শোকবার্তায় ফয়সল আহমদ চৌধুরী বলেন, ‘ নুরুল আমিন লিলন মিয়ার সঙ্গে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের অত্যন্ত মধুর সম্পর্ক ছিল। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শের প্রতি অবিচল আস্থাশীল থেকে দলকে গতিশীল করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারের অপূরণীয় ক্ষতি হলো।’

শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

আরসি-০৫