কানাইঘাটে বোরো ধানের বাম্পার ফলন

কানাইঘাট প্রতিনিধি


এপ্রিল ১২, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২১
০২:০৫ পূর্বাহ্ন



কানাইঘাটে বোরো ধানের বাম্পার ফলন

সিলেটের কানাইঘাট উপজেলায় এ বছর রেকর্ড পরিমাণ বোরো ধানের আবাদ হয়েছে। ফলন ভালো হওয়ায় কৃষকরা দারুণ খুশি। উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে নিরাপদে ধান কেটে ফসল ঘরে তোলার জন্য যান্ত্রিক পদ্ধতিতে ধান কাটা ও মাড়াইয়ের জন্য মাঠে গিয়ে কৃষকদের নানাভাবে পরার্মশ দিচ্ছেন উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার।

গত বুধবার বিকেলের দিকে আনুষ্ঠানিকভাবে সাতবাঁক ইউনিয়নের চাতল হাওরে গিয়ে বোরো ধান কাটার উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি। এ সময় কাঁচি নিয়ে মাঠে গিয়ে কৃষকদের সঙ্গে বোরো ধান কাটেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি, উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার, থানার ওসি তাজুল ইসলাম পিপিএম, সাতবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, দিঘিরপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন কাজলসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন্ত ব্যানার্জি বলেন, 'করোনাকালে দেশের চালিকাশক্তি কৃষক সমাজ মাঠে গিয়ে খাদ্যের উৎপাদন বাড়িয়েছেন। যার কারণে আমার খাদ্যের সংকটে পড়িনি। সরকারের নানামুখী পরিকল্পনা ও কৃষকদের বিভিন্ন উন্নত জাতের বোরো ধানের বীজ প্রদানসহ কৃষি প্রণোদনা দিয়ে সহযোগিতা করার কারণে এ বছর সারাদেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে।' প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল তাড়াতাড়ি ঘরে তোলার জন্য তিনি কৃষকদের প্রতি আহ্বান জানান।

উপজেলা কৃষি কর্মকর্তা তানভীর আহমদ সরকার জানান, এ বছর কানাইঘাট উপজেলায় রেকর্ড পরিমাণ ৬ হাজার ২০০ হেক্টর জমিতে উন্নত জাতের বোরো ধানের আবাদ হয়েছে। কৃষি অফিস থেকে মাঠ পর্যায়ে ফসলের তদারকিসহ কৃষকরা উন্নত জাতের হাইব্রিড ধান আবাদ করায় ফলন বাম্পার হয়েছে। কৃষকরা যাতে করে ধান পাকার সঙ্গে সঙ্গে তা কম খরচে ঘরে তুলতে পারেন, এজন্য ধান কাটার যান্ত্রিক পদ্ধতি ব্যবহার কারার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।

 

এমআর/আরআর-০৮