সাংবাদিক জকনের উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১২, ২০২১
০১:০৮ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১২, ২০২১
০১:১৮ পূর্বাহ্ন



সাংবাদিক জকনের উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি এবং ফেঞ্চুগঞ্জ কলেজের সাবেক ভিপি সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকনের উদ্যেগে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর  ও সিলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এসব খাদ্যসামগ্রী বিতরণকরা হয়।

খাদ্যসামগ্রীবিতরণকালে তিনি বলেন, এই করোনাকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাড়ালে মানবতা আরো উজ্জ্বল হবে। জননেত্রী শেখ হাসিনা আগামী উপ-নির্বাচনে আমাকে মনোনয়ন দিলে তরুণ প্রজন্মকে নিয়ে শান্তি এবং মানবতার কাজে ঝাপিয়ে পড়বো।

এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা তপন চন্দ্র পাল, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহ আব্দুল মালিক মলিক মিয়া, সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, যুগ্ম সাধারণ সম্পাদক কয়ছর আলম, আওয়ামীলীগ নেতা মাইন উদ্দিন, আব্দুল কাদির, যুবলীগ নেতা সুমেল আহমদ খান, ইউপি সদস্য ইউছুফ আলী ও ছানা মিয়া প্রমুখ।

বিএ-০৮