গোলাপগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১২, ২০২১
১২:৫৩ পূর্বাহ্ন
নুরুল আমিন লিলন
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদিক্ষণ বাজারের ব্যবসায়ী, ঢাকাদক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, শালিস ব্যক্তিত্ব নুরুল আমিন লিলন (৬৫) মারা গেছেন। রোববার (১১ এপ্রিল) বেলা ১টায় সিলেট নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে গতকাল শনিবার (১০ এপ্রিল) রাতে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ বারোকোটস্থ নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হলে তাকে দ্রুত সিলেটের একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন রবিবার বেলা ১টায় তিনি সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ রবিবার রাত ৯টায় বারোকোট মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে।
রাজনীতিবিদ, ব্যবসায়ী, সমাজসেবক ও শালিস ব্যক্তিত্ব নুরুল আমিন লিলনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঢাকাদক্ষিণ তথা গোলাপগঞ্জের যেকোনো স্বার্থ সংশ্লিষ্ট ব্যাপারে তিনি সবসময় সোচ্চার ছিলেন। সম্প্রতি ঢাকাদক্ষিণ বাজারের একমাত্র পুকুর রক্ষায় সকলের সঙ্গে তিনিও জোরালো ভূমিকা রাখেন।
তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে শোকপ্রকাশ করা হয়েছে। পৃথক পৃথক শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, নুরুল আমিন লিলনের মৃত্যুতে ঢাকাদক্ষিণ তথা গোলাপগঞ্জবাসী একজন অভিভবককে হারাল। তার অভাব পূরণ হওয়ার নয়।
এফএম/আরআর-০৩