নগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ১১, ২০২১
০৮:১৬ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৮:১৬ অপরাহ্ন



নগরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সিলেটে ১৫ পিস ইয়াবাসহ মো. গোলাম রহমান কোরেশী ওরফে সোহেল (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে  মহানগর গোয়েন্দা পুলিশর (ডিবি)।

রবিবার (১১ এপ্রিল) সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সোহেল নগরের উচাসড়ক (কাজীটুলা) এলাকার মৃত বাবুল মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক (নিঃ) জিয়াউর রহমান পিপিএমের নেতৃত্বে নগরের কাজীটুলা, উচাসড়ক থেকে তাকে আটক করা হয়। এর আগেও তার বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রয়েছে বলে জানা যায়।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার হওয়া ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে কাষ্টঘর এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে নগরের বিভিন্ন এলাকার মাদক সেবীদের কাছে বিক্রয় করতো ।

আটক হওয়া আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।

বিএ-০৫