নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২১
০৮:০৯ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৮:০৯ অপরাহ্ন
সিলেটের জালালাবাদ থানাধীন মিরপুর গ্রামে ট্রাক্টরচাপায় এক কিশোর নিহত হয়েছে। শনিবার (১০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত ছাবের মিয়া (১২) মিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, বেলা আড়াইটার দিকে মিরপুর গ্রামের জামাল মিয়ার বাড়ির সামনে দিয়ে মাটিভর্তি ট্রাক্টর যাওয়ার সময় সেই ট্রাক্টরের ধাক্কায় ছাবের মিয়া মারাত্মক আহত হয়। স্থানীয়রা ছাবেরকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
পরে জালালবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বিএ-০৪