নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৬:৫৪ পূর্বাহ্ন
সারাদেশের মতো সিলেটে চলছে করোনা টিকা কার্যক্রম। প্রথম ডোজের সঙ্গে গত ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ টিকা প্রদান। শনিবার (১০ এপ্রিল) বিভাগে দ্বিতীয় ডোজ নিলেন ১০ হাজার ৩৭৯ জন। এছাড়া প্রথম ডোজ নিয়েছেন ৮৬৭ জন। এখন পর্যন্ত ২ লাখ ৯০ হাজার ৮১৩ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, শনিবার (১০ এপ্রিল) সিলেট জেলায় দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৩ হাজার ৪৫৭ জন। এদের মধ্যে ২ হাজার ২১২ জন পুরুষ এবং ১ হাজার ২৪৫ জন নারী। সুনামগঞ্জে নিয়েছেন ১ হাজার ৯৪৭ জন। এদের মধ্যে ১ হাজার ৪৬৭ জন পুরুষ এবং ৪৮০ জন নারী। হবিগঞ্জে নিয়েছেন ১ হাজার ৯২৪ জন। এদের মধ্যে ১ হাজার ৩৪১ জন পুরুষ এবং ৫৮৩ জন নারী। আর মৌলভীবাজারে টিকা নিয়েছেন ৩ হাজার ৫১ জন। টিকা গ্রহণকারীদের মধ্যে ১ হাজার ৮৮৩ জন পুরুষ এবং ১ হাজার ১৬৮ জন নারী। এখন পর্যন্ত দুই দিন দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ১৫ হাজার ৪৪৬ জন।
এছাড়া এদিন প্রথম ডোজ টিকা নেওয়ার মধ্যে সিলেট জেলায় ৪১৮ জন, সুনামগঞ্জে ১১৯ জন, হবিগঞ্জে ১১০ জন এবং মৌলভীবাজার জেলায় নিয়েছেন ২২০ জন।
সিলেট নগরে গতকাল শনিবার ২ হাজার ৬৩৩ জন দ্বিতীয় ডোজ এবং ১৮০ জন প্রথম ডোজ গ্রহণ করেছেন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দ্বিতীয় ডোজ নিয়েছেন ২ হাজার ২৬৯। এর মধ্যে ১ হাজার ৩৯৬ জন পুরুষ এবং ৮৭৩ জন নারী। এ কেন্দ্রে প্রথম ডোজ নিয়েছেন ১২৪ জন। এর মধ্যে ৭৪ জন পুরুষ এবং ৫০ জন নারী। নগরের আরেক কেন্দ্র পুলিশ হাসপাতালে ৩৬৪ জন দ্বিতীয় ডোজ এবং ৫৬ জন প্রথম ডোজ টিকা গ্রহণ করেছেন। দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে ১৮৩ জন পুরুষ এবং ১৮১ জন নারী। প্রথম ডোজ নিয়েছেন ৪৬ জন পুরুষ এবং ১০ জন নারী।
দেশে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে গতকাল শনিবার পর্যন্ত টিকা নিয়েছেন ৫৬ লাখ ৩ হাজার ৪৫০ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৭৪ হাজার ৮৮০ জন,নারী ২১ লাখ ২৮ হাজার ৫৭০ জন। তাদের মধ্যে ৯৪৩ জনের মাথা ব্যথা, গলা ব্যথা, হালকা জ্বরের মতো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গেছে। শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত মোট নিবন্ধন করেছেন ৭০ লাখ ১৮ হাজার ১৫০ জন। স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
আরসি-০১