নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ১১, ২০২১
০৫:০৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৫:০৩ পূর্বাহ্ন
সিলেটের জালালাবাদ থানা এলাকায় ট্রাক্টর দুর্ঘটনায় ছাবের আহমদ (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ এপ্রিল) বেলা আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বিএম আশরাফ উল্যাহ তাহের গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, নিহত ছাবের আহমদ জালালাবাদের মিরপুর গ্রামের জামাল মিয়ার ছেলে। বাড়ির পাশে মাটি টানার কাজে ব্যবহৃত একটি ট্রাক্টরের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরসি-১৪