জকিগঞ্জে ৯টি টিউবওয়েল বিতরণ

জকিগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ১১, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৩:২৭ পূর্বাহ্ন



জকিগঞ্জে ৯টি টিউবওয়েল বিতরণ

সিলেটের জকিগঞ্জের ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ৯টি পরিবারের মাঝে টিউবওয়েল বিতরণ করেছে ‘লিভ এ লেগেসি প্রজেক্ট’। শনিবার (১০ এপ্রিল) প্রজেক্টের দায়িত্বশীলরা এ টিউবওয়েলগুলো সংশ্লিষ্ট পরিবারগুলোর কাছে হস্তান্তর করেন।

এ সময় প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান জুনেদ ও জকিগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সদস্য ফয়েজ আহমদসহ অনান্যরা ছিলেন।

লিভ এ লেগেসি প্রজেক্টের কান্ট্রি ডিরেক্টর হাবিবুর রহমান জুনেদ জানান, বেশ কয়েকবছর থেকে প্রবাসী দাতা সদস্যদের সহযোগিতায় অসহায় মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে কাজ করে যাচ্ছে এই প্রজেক্ট। শীতকালে শীতবস্ত্র বিতরণ, পবিত্র রমজান মাসের আগে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ ও ঈদ উপলক্ষে কাপড়সহ ঈদসামগ্রী দিয়ে থাকেন তারা। লিভ এ লেগেসি প্রজেক্ট সিলেটজুড়েই মানবিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। শনিবার জকিগঞ্জের ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার অসহায় ৯টি পরিবারের কাছে টিউবওয়েল হস্তান্তর করা হয়েছে। প্রজেক্টের এই কার্যক্রম চলমান থাকবে।

 

ওএফ/আরআর-১৬