জকিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১১, ২০২১
০৩:০০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১১, ২০২১
০৩:০১ পূর্বাহ্ন
আল হাছিব তাপাদার
সিলেটের জকিগঞ্জের সাংবাদিক আল হাছিব তাপাদারকে প্রাণনাশের হুমকি দিয়েছে এক দুর্বৃত্ত। এ ঘটনায় তিনি শুক্রবার (৯ এপ্রিল) জকিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছেন।
আল হাছিব তাপাদার জকিগঞ্জ পৌরসভার কেছরী গ্রামের বাসিন্দা। তিনি দৈনিক যুগান্তরসহ সিলেটের স্থানীয় সংবাদমাধ্যমে কাজ করেন। এছাড়াও তিনি জকিগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপালন করছেন।
হাছিব জানান, গত বৃহস্পতিবার (৮ এপ্রিল) জকিগঞ্জ সদর ইউনিয়নের রারাই গ্রামের এক স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় পত্রিকায় খবর প্রকাশের পর পুলিশ টানা ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে মূল আসামিসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করে। ধর্ষণের ঘটনাটি একটি মহল ধামাচাপা দেওয়ার চেষ্টা করলেও সংবাদ প্রকাশের কারণে তা সম্ভব হয়নি। তারাও আইনের আওতায় এসেছে। পত্রিকায় প্রকাশিত ওই সংবাদকে কেন্দ্র করে শুক্রবার বেলা ৩টায় সাংবাদিক হাছিবের ব্যক্তিগত মোবাইল নম্বরে (০১৬৭৬৩১৬৫৫৩) এক দুর্বৃত্ত ০১৮৩৯-৬০৬২৯৯ নম্বর থেকে কল করে প্রাণনাশের হুমকিসহ গালিগালাজ করে। পরে তাকে কল করে পরিচয় জানতে চাইলে সে পরিচয় দেয়নি। কথোপকথন চলাকালে প্রাণনাশের হুমকি শুনে কলটি রেকর্ড করা হচ্ছে বলেও সতর্ক করা হয়। কিন্তু এরপরও ওই দুর্বৃত্ত হুমকি দিতে থাকে, যা হাছিবের কাছে সংরক্ষিত রয়েছে।
পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও জকিগঞ্জ থানার ওসি আবুল কাসেমকে জানালে তারা দু'জনই জিডি করার পরামর্শ দেন। তাদের পরামর্শ অনুযায়ী জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরীর সঙ্গে আলোচনা করে শুক্রবার রাতে থানায় নিরাপত্তা চেয়ে জিডি করেছেন হাছিব (জিডি নম্বর- ৩৮৫, তারিখ- ০৯.০৪.২১)।
এদিকে, সাংবাদিক হাছিবকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন জকিগঞ্জ প্রেসক্লাব ও জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। জকিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের চৌধুরী, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, জকিগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি রহমত আলী হেলালী ও সাধারণ সম্পাদক এনামুল হক মুন্না পৃথক বার্তায় বলেন, সাংবাদিক আল হাছিব তাপাদারকে যে দুর্বৃত্ত মোবাইল ফোনে হুমকি দিয়েছে তাকে শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে হবে। ধর্ষণের সংবাদ প্রকাশের পর প্রাণনাশের হুমকি মুক্তসাংবাদিকতার ওপর আঘাত। সংবাদ প্রকাশের পর এভাবে হুমকি এলে তা মেনে নেওয়া সম্ভব নয়।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম জানিয়েছেন, হুমকির বিষয়ে সাংবাদিক হাছিব নিরাপত্তা চেয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় এ প্রসঙ্গে বলেন, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে দুর্বৃত্ত হুমকি দিয়েছে। এ ঘটনায় জিডি গ্রহণ করেছে পুলিশ। দ্রুতসময়ের মধ্যে হুমকিদাতাকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ওএফ/আরআর-১২