হামলা ঠেকাতে বিয়ানীবাজার থানায় এলএমজি পোস্ট

বিয়ানীবাজার প্রতিনিধি


এপ্রিল ১১, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১১, ২০২১
০১:০৪ পূর্বাহ্ন



হামলা ঠেকাতে বিয়ানীবাজার থানায় এলএমজি পোস্ট

সিলেটের বিয়ানীবাজার থানার নিরাপত্তা জোরদারের জন্য স্থাপন করা হয়েছে নিরাপত্তাচৌকি (মেশিনগান বা এলএমজি পোস্ট)। অনাকাক্ষিত ঘটনা রোধে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (১০ এপ্রিল) দুপুরে বিয়ানীবাজার থানায় গিয়ে দেখা যায়, থানার গোলঘরের পাশে সিমেন্টের বস্তা দিয়ে তৈরি করা হয়েছে চৌকি। সেখানে দায়িত্বরত পুলিশের এক সদস্য এলএমজি তাক করে বসে আছেন। এই থানায় পুলিশের অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ঝুঁকি বিবেচনা করে থানার সামনের ফাঁকা স্থানে এ চৌকি বসানো হয়েছে।

বিয়ানীবাজার থানা সূত্রে জানা গেছে, বিয়ানীবাজার থানা পুলিশের স্থাপনাগুলোতে বাড়তি নিরাপত্তার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে থানা চত্বরের গোলঘরের সামনে এলএমজি পোস্ট ও সিমেন্টের বস্তা দিয়ে বিশেষ ধরনের প্রতিরোধ ব্যবস্থা স্থাপন করা হয়েছে। পাশাপাশি থানায় বাড়ানো হয়েছে পুলিশ সদস্যের সংখ্যা। এসব চৌকিতে ২৪ ঘণ্টা দায়িত্বপালন করছে পুলিশ।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, দেশব্যাপী বাড়তি নিরাপত্তার অংশ হিসেবে বিয়ানীবাজার থানায় এলএমজি পোস্ট স্থাপন করা হয়েছে।

 

এসএ/আরআর-০৫