বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২১
০৮:২১ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৮:২১ অপরাহ্ন
সিলেটের বিয়ানীবাজার উপজেলায় কয়েক দফায় আরও ১০ জন করোনা পজিটিভ সনাক্ত হযেে়্ছ।
সিলেট এমএজি ওসমানি হাসপাতাল ও শাবির আরটি পিসিআই ল্যাব পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত।
এ নিয়ে বিয়ানীবাজার উপজেলায় ৪৮৩ জন করোনায় আক্রান্ত হলেন। আক্রান্তদের মধ্যে ৮ জন পুরুষ ও ২ জন মহিলা।
ইতোমধ্যে মধ্যে মারা গেছেন ২৭ জন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলরা করোনায় আক্রান্ত হওয়ার সংখ্যা দানালেও তাদের নাম পরিচয় গোপন রেখেছে।
তবে আক্রান্তদের মধ্যে তিলপাড়া, কুড়ারবাজার, চারখাই ইউনিয়নে ২ করে, শেওলা ইউনিয়নে ১ ও বিয়ানীবাজার পৌরসভায় ৩ জন রয়েছেন।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার আবু ইসহাক আজাদ।
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ বলেন, ‘করোনার সংক্রমণ বাড়ার পেছনে মানুষের উদাসীনতাই মূল কারণ। করোনার সংক্রমণরোধে পূর্বের ন্যায় স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই।’
মানুষ দেশে করোনা শুরুর প্রথম দিকে যেভাবে স্বাস্থ্যবিধি মেনেছে, বর্তমানে সেটা মানছেন না। তাই করোনা নিয়ন্ত্রণে সকলকে অবশ্যই স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি বিশেষ করে মাস্ক বাধ্যতামূলকভাবে ব্যবহার করার পরামর্শ দেন তিনি।
এস এ/বি এন -০২