বিভাগে নতুন শনাক্ত ১৯৫ জন, চলতি বছরের সর্বোচ্চ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২১
০৬:৫০ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৬:৫০ অপরাহ্ন



বিভাগে নতুন শনাক্ত ১৯৫ জন, চলতি বছরের সর্বোচ্চ

সিলেটে একদিনে আরও ১৯৫ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। যা বিভাগে একদিনে চলতি বছরের সর্বোচ্চ শনাক্ত। ফলে সিলেটে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৩৩ জন। গত ২৪ ঘন্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সিলেট বিভাগে মৃতের সংখ্যা ২৯৯ জনে দাঁড়িয়েছে। এ সময়ে সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৯ জন রোগী।

নতুন শনাক্ত ১৯৫ জনের মধ্যে ১৬৩ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জ জেলার ৭ জন এবং মৌলভীবাজার জেলার ২৫ জন রয়েছেন। 

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, আজ শনিবার (১০ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৫৩৩ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ১১ হাজার ৬৫২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৬২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ১২২ জন ও মৌলভীবাজারে ২ হাজার ১৩৫ জন রয়েছেন।

সিলেট বিভাগে এ পর্যন্ত ২৯৯ জন করোনাভারাইরাসে আক্রান্ত রোগী মারা গেছেন। মৃতদের মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ২৩০ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজার জেলায় ২৫ জন রয়েছেন।

বিভাগে এ পর্যন্ত ১৬ হাজার ৬৯৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১০ হাজার ৫০৭ জন, সুনামগঞ্জের ২ হাজার ৫৩৮ জন, হবিগঞ্জের ১ হাজার ৭২১ জন এবং মৌলভীবাজার জেলার ১ হাজার ৯৩৩ জন।

করোনাভাইরাসে আক্রান্ত ১৭৫ জন রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৭ জন, হবিগঞ্জের হাসপাতালে ৬ জন এবং মৌলভীবাজারের হাসপাতালে ২ জন চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া সিলেট মিররকে বলেন, ‘গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৯৫ জন এবং সুস্থ হয়ে উঠেছেন আরও ৪৯ জন। এ সময়ে সিলেট জেলার আরও একজন মারা গেছেন।’

আরসি-০৬