কানাইঘাট প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২১
০৬:২০ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২১
০৬:২০ পূর্বাহ্ন
কানাইঘাটে বিষপানে নাবিল আহমদ নামে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, কানাইঘাট লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের কেরকেরি গ্রামের মৃত হারিছ উদ্দিনেরনপুত্র নাবিল আহমদ গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে ঘরের সবার অ-গোচরে গোয়াল ঘরে গিয়ে বিষ পান করে। বিষপান করে চিৎকার শুরু করলে বাড়ির লোকজন থাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
খবর পেয়ে থানার এসআই পিযুুস চন্দ্র সিংহ শুক্রবার সকালে নাবিলের বাড়িতে গিয়ে তার লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। পরে আইনি প্রক্রিয়ার মাধ্যমে নাবিল আহমদের লাশ তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়।
নাবিল আহমদের স্বজনরা জানিয়েছেন একবছর আগে তার বাবা হারিছ আহমদ মারা যান। দীর্ঘদিন থেকে নাবিল মানসিকরোগে ভুগছিল।
এমআর/বিএ-০২