কানাইঘাটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

কানাইঘাট প্রতিনিধি


এপ্রিল ১০, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
০২:৫৪ পূর্বাহ্ন



কানাইঘাটে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর

সিলেটের কানাইঘাট উপজেলায় বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ৭ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (৯ এপ্রিল) উপজেলার বাণীগ্রাম ইউনিয়নের নয়াগ্রামের কুদরতের দোকান নামক স্থানের বোরহান উদ্দিন সড়কে। নিহত শিশুর নাম সামিয়ান আহমদ (৭)। সে কানাইঘাট উপজেলার নয়াগ্রামের আব্দুল মালিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ১১টার দিকে দু'টি সিএনজিচালিত অটোরিকশার চালক বেপরোয়াভাবে একে অন্যের সঙ্গে প্রতিযোগিতা করে চালিয়ে যাওয়ার সময় মাসুখাল বাজারের পূর্বে কুদরতের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা সামিয়ান আহমদকে সজোরে ধাক্কা দেয় একটি অটোরিকশা। এতে সে ঘটনাস্থলেই প্রাণ হারায়। শিশু সামিয়ানকে ধাক্কা দিয়ে বেপরোয়া গতিতে অটোরিকশা চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এর চালক।

এ ব্যাপারে কানাইঘাট থানার ওসি (তদন্ত) জাহিদুল হক জানান, দুর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ পাঠিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে লাশ থানায় লাশ নিয়ে যাওয়া হয় এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে।

 

আরআর-০৬