বালাগঞ্জে সাংবাদিক জকনের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২১
০২:৫০ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
০২:৫০ পূর্বাহ্ন



বালাগঞ্জে সাংবাদিক জকনের খাদ্যসামগ্রী বিতরণ

সিলেট-৩ আসনের উপ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক ভিপি ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকনের উদ্যেগে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে বালাগঞ্জ উপজেলার এম এ খান অডিটোরিয়াম প্রাঙ্গনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, জননেত্রী  শেখ হাসিনা আমাকে এমপি মনোনয়ন দিলে সিলেট-৩ আসনের নতুন প্রজন্মের চিন্তাধারাকে কাজে লাগিয়ে একটি আধুনিক এলাকা হিসেবে গড়ে তুলব। তিনি বলেন, আগামী নির্বাচনে নৌকায় ভোট দিন। নৌকা উন্নয়ন উপহার দেবে।

খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ও বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রজত কান্তি দাস ভুলন, ছাত্রলীগ নেতা এ কে টুটুল, যুবলীগ নেতা লিটন মিয়া প্রমুখ।

বিএ-১৫