সিলেটে প্রাণিসম্পদ দপ্তরের ভ্রাম্যমাণ বিক্র‍য় কেন্দ্র চালু

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ১০, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ১০, ২০২১
০১:৫৯ পূর্বাহ্ন



সিলেটে প্রাণিসম্পদ দপ্তরের ভ্রাম্যমাণ বিক্র‍য় কেন্দ্র চালু

চলমান করোনা পরিস্থিতিতে জনসাধারণের প্রাণিজ পুষ্টি নিশ্চিতকরণ এবং লকডাউনে খামারীদের উৎপাদিত দুধ, ডিম ও মাংস উৎপাদন, সরবরাহ ও বিপণন সচল রাখতে সিলেট জেলায় শুরু হয়েছে ন্যায্যমূল্যে ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্র।

শুক্রবার (৯ এপ্রিল) সকালে নগরের জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

দুটি কুল ভ্যান এবং দুটি পিকআপে মোট চারটি ভ্রাম্যমান টিমের মাধ্যমে দুধ, ডিম, মাংস বিক্রি করা হবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ দপ্তর।

সিলেট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রুস্তম আলী জানান, সিলেট জেলার বিভিন্ন উপজেলাতে পর্যায়ক্রমে তাদের মোট দশটি ভ্রাম্যমাণ বিক্রয়কেন্দ্র চালু হবে। ভ্রাম্যমাণ টিম জেলার বিভিন্ন উপজেলার প্রান্তিক খামারিদের কাছ থেকে দুধ, ডিম, মাংস সংগ্রহ করে বিক্রি করবে।

সিলেট জেলা প্রাণিসম্পদ দপ্তরের ব্যবস্থাপনায় ও লাইভস্টক অ্যান্ড ডেইরি ডেভেলপমেন্ট প্রজেক্ট’র (এলডিডিপি) সহযোগিতায় ভ্রাম্যমাণ পণ্য বিক্রয় কার্যক্রম বাস্তবায়ন করবে সিলেট ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পোল্ট্রি ফার্মারস অ্যাসোসিয়েশন।

বিএ-১২