বিয়ানীবাজার প্রতিনিধি
এপ্রিল ১০, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ১০, ২০২১
১২:৪৮ পূর্বাহ্ন
সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি-৫২ ব্যাটালিয়নের অভিযানে ইয়াবা ও নেশাজাতীয় ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করে বিজিবি।
আটককৃত মাদক ব্যবসায়ীর নাম কামাল হোসেন (৩৬)। তিনি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা গ্রামের মৃত নজিব আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে সীমান্ত এলাকার গজুকাটা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. মোজাফফর হোসেনের নেতৃত্বে বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গজুকাটা এলাকায় অভিযান পরিচালনা করে ওই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীর কাছ থেকে ২৯৭ পিস ইয়াবা ও ৩টি নেশাজাতীয় ট্যাবলেট জব্দ করা হয়, যার বাজারমূল্য ৯০ হাজার টাকা।
বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. শাহ আলম সিদ্দিকী এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
এসএ/আরআর-০৩