দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৯, ২০২১
০৫:৪৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২১
০৫:৪৭ অপরাহ্ন



দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

সিলেটের দক্ষিণ সুরমায় পিকআপ ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুঘটনায় আহত হয়েছেন মোটর সাইকেলে থাকা আরেক আরোহী। বৃহস্পতিবার রাত ৯টার দিকে পিকআপ ভ্যানকে ওভারটেক করতে গেলে পিকআপ ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটি দুর্ঘটনায় পড়ে।

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট মহাগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) বি.এম আশরাফ উল্যাহ তাহের।

তিনি বলেন, হুমায়ূন রশিদ চত্বর থেকে শাহাজালাল সেতুর দিকে একটি পিকআপ ভ্যান আসছিল। এসময় একটি মোটরসাইকেল ওভারটেক করতে গেলে পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আবদুল মতিন নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হন। আহত হন মোটর সাইকেলে থাকা এক আরোহী।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বিএ-০২