রোটারী ক্লাব অব সিলেট সিটির বিশেষ সভা

সিলেট মিরর ডেস্ক


এপ্রিল ০৯, ২০২১
০৪:০৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২১
০৪:০৭ পূর্বাহ্ন



রোটারী ক্লাব অব সিলেট সিটির বিশেষ সভা

রোটারি ক্লাব অব সিলেট সিটির এক বিশেষ সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ এপ্রিল) বিকেলে নগরের একটি হলে এ অনুষ্ঠান হয়। 

ক্লাব প্রেসিডেন্ট মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আইপিপি কামারুজ্জামান মাসুম, সেক্রেটারি তানিয়া সুলতানা, প্রেসিডেন্ট ইলেক্ট মোহাম্মদ নুরুর রহমান, ভাইস প্রেসিডেন্ট এস এ শফি, তাসলিমা বেগম ও আহসান হাবীব।

সভায় একটি দরিদ্র পরিবারকে ক্লাবের পক্ষ থেকে সেলাই মেশিন প্রদানের বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। এছাড়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুল হাছিব বাংলাদেশ বাংকের মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় তাঁকে ক্লাবের উদ্যোগে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

বিএ-১২