দক্ষিণ সুরমায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

নিজস্ব প্রতিবেদক


এপ্রিল ০৯, ২০২১
০৩:৩৯ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০৯, ২০২১
০৪:০৩ পূর্বাহ্ন



দক্ষিণ সুরমায় অর্ধ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলামে অভিযান চালিয়ে প্রায় ৫১ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্য জব্দ করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়।

এ সময় বিপুল পরিমাণ শাড়ী ও প্রসাধনী জব্দ করা হয়। তবে কাউকে আটক করা হয়নি।

বিষয়টি সিলেট মিররকে নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। তিনি জানান, ‘কর ফাঁকি দিয়ে চোরাইপথে এইসব পণ্য আনা হয়েছে। এগুলো সিলেটের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহের কথা ছিল। বিষয়টি জানার পর আজ (বৃহস্পতিবার) ভোররাতে পুলিশ অভিযান চালায়। তবে, কাউকে আটক করা যায়নি।’

 

এসএইচ/আরসি/এএফ-০৩