নিজস্ব প্রতিবেদক
এপ্রিল ০৯, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০৯, ২০২১
০১:৩৬ পূর্বাহ্ন
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, চৌহাট্টা-জিন্দাবাজার-কোর্ট পয়েন্ট সড়কের ফুটপাত হকারমুক্ত করা হয়েছে। একইভাবে মহানগরের প্রত্যেক এলাকার ফুটপাত থেকে দখল উচ্ছেদ করা হবে। নাগরিকদের হাঁটার উপযোগী ফুটপাত নিশ্চিত করতে অভিযান অব্যাহত থাকবে।
বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে সিলেট মহানগরের মদিনা মার্কেট এলাকায় বেআইনিভাবে ফুটপাত ও সরকারি জমি দখল করে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ অভিযান শেষে তিনি এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, সিসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এদিকে, সিলেট মহানগরে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, সরকারি নির্দেশনা অমান্য করে রেঁস্তোরায় বসে খাবার পরিবেশন এবং বেআইনিভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার করায় সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছে। তাদের কাছ থেকে ৯ হাজার ৫শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
নগরের শেখঘাট, তালতলা, রিকাবীবাজার ও মেডিকেল রোড এলাকায় সিলেট সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
অভিযোগের মধ্যে ছিল রেস্তোরাঁয় বসিয়ে খাবার বিক্রয়, স্বাস্থ্যবিধি না মানা এবং ফুটপাত দখল করে পণ্যের পসরা সাজানো। এসময় সিসিকের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারি এবং সিলেট মহানগর পুলিশের (এসএমপি) একটি দল উপস্থিত ছিলেন।
বিএ-০৭